শ্রীপুরে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ১
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে এক নারী পোশাক শ্রমিককে (২৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তদের মধ্যে আশরাফুল আলম (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আশরাফুল আলম ময়মনসিংহের ভালুকা থানার নয়নপুর এলাকার তকুমুদ্দিনের ছেলে। অপর অভিযুক্ত জাহাঙ্গীর আলমের (৩৩) বাড়ি দিনাজপুর।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী এবং অভিযুক্ত দুজন শ্রীপুরের ভিন্ন ভিন্ন কারখানায় চাকরি করেন। তারা উপজেলার চকপাড়া এলাকার হাজী আব্দুস ছাত্তারের বাড়িতে পাশাপাশি রুমে ভাড়া থাকেন। রোববার (১১ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে বাথরুমের ওপরের দেয়ালের ফাঁকা অংশ দিয়ে অভিযুক্ত আশরাফুল আলম ওই নারীর রুমে ঢোকে। পরে দরজা খুলে অপর অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে ঘরে প্রবেশ করায়।
সেসময় তারা ঘুমন্ত অবস্থায় ওই নারীরে মুখ চেপে ধরে। পরে হাত-পা ও মুখ বেঁধে দুজনে পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে। রাত সোয়া ৩টার দিকে অভিযুক্তরা ঘর থেকে বের হয়ে গেলে ওই নারী চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে বাড়ির মালিকসহ আশপাশের লোকজন এগিয়ে আসে। তারা আশরাফুল আলমকে ধরে ফেলে। তবে অপর অভিযুক্ত জাহাঙ্গীর পালিয়ে যায়।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।