কালীগঞ্জে তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে তুলা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
রোববার দিবাগত মধ্যরাতে কালীগঞ্জ পৌরসভার উত্তর ভাদার্ত্তীর মিলগেইট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার স্টেশনের সাব অফিসার মোঃ আব্দুল হালিম।
কালীগঞ্জ ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ওই এলাকায় মোহাম্মদ গোলাম মোস্তফার মালিকানাধীন ‘ভাই ভাই ঝুট স্টোর’ নামে তুলা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। স্থানীদের মাধ্যমে সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে পার্শ্ববর্তী পলাশ উপজেলার আরো একটি ইউনিট এসে তাদের সঙ্গে যুক্ত হয়। এরপর প্রায় চার ঘন্টার চেষ্টায় সোমবার ভোর পৌণে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
কালিগঞ্জ ফায়ার স্টেশনের সাব অফিসার মোঃ আব্দুল হালিম বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে রাত পৌণে একটার দিকে ঘটনাস্থলে পৌছেঁ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরবর্তীতে পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট এসে আমাদের সঙ্গে অগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে ভোর পৌণে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়ে। ভাই ভাই ঝুট স্টোরে নামে ওই কারখানায় ঝুট থেকে তুলা তৈরির কাজ করা হয়। আগুনে কারখানায় থাকা অনুমানিক প্রায় ১ হাজার মণ ঝুট ও তুলা পুড়ে গেছে। এছাড়াও দুইটি সেলাই মেশিন ও টিনশেডের তৈরি ওই কারখানা পুড়ে যায়’।
‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে’ বলেও জানান তিনি।
আরো জানতে….
কালীগঞ্জে অগ্নিকান্ডে দোকান-বসতবাড়ি পুড়ে সাত লক্ষ টাকার ক্ষতি
কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ দোকানের মালামাল পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি