গাজীপুরের এসপি শামসুন্নাহারকে পুলিশ অধিদপ্তরে নিয়োগ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের (পিপিএম, বার) ইতালিতে লিয়েন মঞ্জুর হওয়ায় তাকে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার (টিআর) পদে নিয়োগ করা হয়েছে।
অপরদিকে গাজীপুরে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে কাজী আশরাফুল আজীমকে (পিপিএম) পদায়ন করা হয়েছে।
বুধবার (০৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম, বার) ২০১৮ সালের ২৬ আগস্ট গাজীপুরে যোগদান করেছিলেন।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বর্তমান শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১৮ সালের ৭ জুন পুলিশ সুপার হিসেবে শেরপুরে যোগদান করেছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে ইতিমধ্যে ইউনিয়ন, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় বদলির আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনী বিধিমালা অনুযায়ী কার্যকর হবে।
পুলিশ সুপার শামসুন্নাহার এর আগে চাঁদপুরের পুলিশ সুপার ছিলেন। তাঁর বাড়ি ফরিদপুর সদর উপজেলার চর মাধবিয়া ইউনিয়নে। ২০০১ সালে বিসিএস পাশ করে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করে তিনি মানিকগঞ্জ, ঢাকা মেট্টোপলিটন পুলিশ, পুলিশ সদর দপ্তর, ট্যুরিস্ট পুলিশসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়া ২০১১-২০১৪ পর্যন্ত জাতিসংঘের শাখা অফিস ইতালীতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন শামসুন্নাহার। ২০০৯-২০১০ পর্যন্ত পূর্ব তিমুরে জাতিসংঘ মিশনের মাধ্যমে পূর্ব তিমুর জাতীয় পুলিশের মানব সম্পদ উন্নয়ন কর্মকাণ্ডে সফলতার সাথে দায়িত্ব পালন করেন তিনি।
তাছাড়া তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে Chevening scholarship এর মাধ্যমে এমবিএ ডিগ্রী লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০০৫ সালে এমফীল, ১৯৯৮ সালে এমএসএস এবং ১৯৯৬ সালে বিএসএস ডিগ্রী লাভ করেন তিনি।
এমনকি জাতিসংঘে দীর্ঘদিন উচ্চ পদে সফলতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ ৭ বার জাতিসংঘ শান্তি পদক লাভ করেন বেগম শামসুন্নাহার। এ ছাড়া বাংলাদেশ পুলিশে দক্ষতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ ২ বার আইজি ব্যাজ পান তিনি।
পেশাগত ও ব্যাক্তিগত কারণেও তিনি যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী, ইতালী, ভ্যাটিকান সিটি, অষ্ট্রেলিয়া, পূর্ব তিমুর, সিংগাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, দুবাই, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমন করেন। এক ছেলে ও এক মেয়ের জননী তিনি।
আরো জানতে……..