গাজীপুরের নতুন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে কাজী আশরাফুল আজীমকে (পিপিএম) পদায়ন করা হয়েছে।
অপরদিকে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের (পিপিএম, বার) ইতালিতে লিয়েন মঞ্জুর হওয়ায় তাকে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার (টিআর) পদে নিয়োগ করা হয়েছে।
বুধবার (০৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বর্তমান শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১৮ সালের ৭ জুন পুলিশ সুপার হিসেবে শেরপুরে যোগদান করেছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে ইতিমধ্যে ইউনিয়ন, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় বদলির আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনী বিধিমালা অনুযায়ী কার্যকর হবে।
আরো জানতে……..