পূবাইলে গাড়ি চাপায় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত নারীর মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের নাগদা এলাকায় ঢাকা বাইপাস সড়কে অজ্ঞাত গাড়ি চাপায় মানসিক প্রতিবন্ধি অজ্ঞাত এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে।
বোরবার ভোর রাতে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর। পড়নে পিন্টের জামা ও খয়েরি সালোয়ার রয়েছে।
জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) শুভ মন্ডল সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে ঢাকা বাইপাস সড়কের নগদা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে মানসিক প্রতিবন্ধী ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রাতে অজ্ঞাত কোন গাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।