মেহেরপুরে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে সাজু (৩৫) নামে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাজীপুরের মুন্সিপাড়া এলাকায় এ এ ঘটনা ঘটে।

নিহত সাজু কাজীপুর গ্রামের পোস্ট অফিস পাড়ার বজলুর রহমানের ছেলে।

স্থানীয় পীরতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার জানান, মুন্সিপাড়া এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর এলাকাবাসীর সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও আনুমানিক ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সাজু এলাকার একজন শীর্ষ মাদকবিক্রেতা । তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে । তার বুকে ও শরীরের বিভিন্ন অংশে বেশ কয়েকটি গুলিবিদ্ধ হয়েছে। মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button