কর্মক্ষেত্রের অতৃপ্তি কমে যাবে সিংহের, মকরের মায়ের স্বাস্থ্য খারাপ থাকবে
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : ঠান্ডায় মাংসপেশির শিথিলতা দেখা দেবে। আয় বাড়বে। মনবল ফিরে আসবে।
বৃষ : ঠান্ডাজনিত রোগ ও পেটের পীড়া থাকলেও ভ্রমণ যোগ আছে। বাড়িতে সংস্করণের ব্যয় হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
মিথুন : দেহে নানা ব্যাধি আক্রমণ করলেও মেশিন ও যন্ত্রপাতি ক্রয় করা সম্ভব হবে। ভ্রমণ শেষ পর্যন্ত বাতিল হবে। আয় থেকে ব্যয় বেশি হবে।
কর্কট : নতুন কর্মযোগ শুরু হবে। তবে ঝামেলা এড়িয়ে চলুন। সামান্য অর্থ সঞ্চয় হতে পারে।
সিংহ : বৈদেশিক ও নৌবাণিজ্য ভালো চলবে। কর্মক্ষেত্রের অতৃপ্তি কমে যাবে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।
কন্যা : দূর ভ্রমণে সতর্ক থাকুন। স্ত্রীর আয় বাড়তে পারে। পিতার ঠান্ডাজনিত রোগ বাড়তে পারে।
তুলা : প্রকাশ্য শত্রুদের অপতৎপরতার বেড়ে যাবে। নিজের ও স্ত্রীর আয় বাড়বে। তবে স্ত্রীর মেজাজ বেড়ে যাবে।
বৃশ্চিক : ডায়াবেটিস ও গায়ে ব্যথা থাকলেও আয় বাড়তে পারে। স্ত্রীর দূর ভ্রমণ যোগ আছে। কিন্তু তার পেটের পীড়া ও ঠান্ডাজনিত রোগ বেশি কষ্ট দেবে।
ধনু : ঠান্ডাজনিত রোগে ভোগান্তি বাড়বে। এ ছাড়া স্নায়ু রক্তচাপের সমস্যা থাকবে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।
মকর : চর্মরোগ থাকলেও কাজে বন্ধুর সাহায্য পাওয়া যাবে। সন্তানের বিদেশ ভ্রমণ খুব ভালো হবে না। মায়ের স্বাস্থ্যও খারাপ থাকবে।
কুম্ভ : আয় থেকে ব্যয় বেশি হবে। আত্মীয়-প্রতিবেশীদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। মায়ের ঠান্ডাজনিত রোগ বাড়বে।
মীন : আয় বাড়বে। কাজে আনন্দ পাওয়া যাবে। স্বল্প ভ্রমণে সতর্ক থাকুন।