সিলিন্ডার বিস্ফোরিত হয়ে রান্না ঘরেই প্রাণ গেল এক নারীর
গাজীপুর কণ্ঠ ডেস্ক : সিলিন্ডার বিস্ফোরিত হয়ে রান্না ঘরেই আগুনে পুড়ে প্রাণ গেল এক নারীর।
রান্না করার জন্য গ্যাস সিলিন্ডারের চুলা জ্বালানোর সময় পাইপের লিকেজ থেকে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়। ওই আগুনে পুড়েই নিহত হন সেলিনা বেগম (৩৫) নামে কারখানা শ্রমিক এক নারী।
মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিনা সিরাজগঞ্জের কামারখন্দ থানার দৌলতপুর গ্রামের আজাদ মিয়ার স্ত্রী। তিনি গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় জুতা তৈরির একটি কারখানায় চেকার পদে চাকরি করতেন।
শ্রীপুর ফায়ার স্টেশনের অফিসার মো. আল আমিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে সেলিনা বেগম রান্না করার জন্য গ্যাস সিলিন্ডারের চুলা জ্বালানোর সময় চুলার পাইপের লিকেজ থেকে আগুন লাগে। এক পর্যায়ে ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন তার ঘরসহ অন্যান্য ঘরে ছাড়িয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে পুড়ে সেলিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। আগুনে ওই বাড়ির ছয়টি কক্ষ পুড়ে গেছে।