শ্রীপুরে ‘অন-টেস্ট’ মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বৃদ্ধার মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় ‘অন-টেস্ট’ (নাম্বার বিহীন) মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মোরশেদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মূত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুই জনকে আটক করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে ।
সত্যতা নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) এ আর এম আল-মামুন।
নিহত মোর্শেদা শ্রীপুর পৌরসভার দারোগার চালা এলাকার মৃত সামাদ মিয়ার স্ত্রী।
আটক মোটরসাইকেলের চালক মনিরুজ্জামান অনিক (১৯)। সে কালিয়াকৈর মলতলা এলাকার আব্দুল আলীমের ছেলে। অপরজন মোটরসাইকেল আরোহী।
মাওনা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) এ আর এম আল-মামুন বলেন, ”ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় নোমান উইভিং মিলস লিমিটেডের সামনে সড়ক পার হওয়ার সময় বৃদ্ধা মোরশেদাকে ময়মনসিংহগামী ‘অন-টেস্ট’ (নাম্বার বিহীন) একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।”
ওসি এ আর এম আল-মামুন আরো বলেন, ”এ ঘটনায় চালকসহ দু’জনকে আটক এবং নাম্বার বিহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”