কর্কটের কর্মক্ষেত্রের ঝামেলা কমবে, সিংহের প্রেম কৃতকার্য হতে পারে
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : পিতার ডায়াবেটিস বৃদ্ধি পাবে। দূরভ্রমণ যোগ আছে। নিজের স্বাস্থ্য ভালো যাবে না।
তুলা : স্বল্প ভ্রমণ আনন্দদায়ক হবে। আত্মীয়র মাধ্যমে সম্পদ বাড়বে। স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন।
বৃষ : পেটের পীড়ায় ব্যয় বাড়বে। তবে স্ত্রীর আয় বাড়বে। সম্পদ বিক্রির ইচ্ছা জাগবে।
বৃশ্চিক : আয় বাড়বে। পরিবারে নতুন শিশুর জন্ম হবে। সংসারে আনন্দময় পরিবেশ বিরাজ করবে।
মিথুন : স্ত্রীর ঠান্ডাজনিত রোগ বাড়বে। অবিবাহিতের বিয়ের যোগ আছে। ভ্রমণ যোগ আছে।
কর্কট : ঠান্ডা ও যৌনরোগ বাড়বে। পাওনা অর্থ আদায় হতে পারে। কর্মক্ষেত্রের ঝামেলা কমবে।
সিংহ : প্রেম কৃতকার্য হতে পারে। সন্তানের বিদেশযাত্রা যোগ আছে। কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকবে।
কন্যা : বন্ধুর সাহায্যে আয় বাড়বে। মায়ের ঠান্ডা ও ডায়াবেটিস বাড়তে পারে। নতুন বন্ধু প্রাপ্তি যোগ আছে।
ধনু : ঠান্ডা ও যৌনরোগ বাড়বে। তবে সমাজে সম্মান অটুট থাকবে। প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে। দূর ভ্রমণ শুভ।
মকর : নানা ব্যাধি বিরক্ত করবে। ব্যয় বাড়বে। গাড়ি বিক্রির সম্ভাবনা আছে।
কুম্ভ : ব্যাংকে অর্থ সঞ্চয় বাড়বে। পুরনো আশা পূরণ হবে। ধর্মীয় কাজে অনুরাগ বাড়বে।
মীন : কর্মক্ষেত্রে পদোনড়বতি যোগ আছে। শিল্প-সংস্কৃতিতে অনুরাগ বাড়বে। আয় থেকে ব্যয় বাড়ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে স্বাস্থ্যকর অভ্যাস অবশ্যই অনুসরণ করা প্রয়োজন।