শুক্রবারের রাশিফল, তারিখ- ০৮/০৩/২০১৯
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ব্যয় বৃদ্ধি। সুতরাং সাবধান হন। দাম্পত্য ও প্রেমে সতর্কতা প্রয়োজন। অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
নতুন কাজে হাত দিতে পারেন। মন এবং সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি বদলে যেতে পারে। প্রেমে শুভ।
মিথুন: (২২মে – ২১ জুন)
সংবেদনশীল বা অনুভূতিশীল হয়ে পড়তে পারেন। জমি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যা। প্রেমে মানসিক অস্থিরতা। জেদি মানসিকতা।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
হতাশ ভাব দেখা দিতে পারে। কাজের সূত্রে যত্রতত্র যেতে হতে পারে। কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
হাসিখুশি জীবন। কর্মক্ষেত্রে ব্যস্ততা। জীবিকা ক্ষেত্রে লাভ। সঙ্গে নতুন কারোর পরিচয়। বৈবাহিক জীবন আনন্দময়।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
জীবিকা ক্ষেত্রে ও অন্যান্য ক্ষেত্রে সম্মান অর্জন করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে দেখা করে আনন্দ পাবেন। প্রেম এবং বৈবাহিক জীবনের সুখ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
গভীর চিন্তন। বিবাদ এড়াতে কথায় নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। স্বাস্থ্য জনিত সমস্যায় ভুগতে পারেন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শারীরিক ও মানসিক ভাবে ক্লান্ত বোধ। অহেতুক বচসা। আক্রমণাত্মক মানসিকতাকে নিয়ন্ত্রণ করুন। প্রেম ও দাম্পত্যে বিবাদ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
জীবিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলাপ। অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত বোধ করতে পারেন। প্রেম যোগ শুভ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
নতুন বন্ধু ভবিষ্যতের উপকারে আসতে পারে। প্রত্যাশার থেকে অনেক বেশি আর্থিক লাভ। প্রেমযোগ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। কর্মে মনোনিবেশ। আর্থিক লাভের সম্ভাবনা। শারীরিক সমস্যা।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
পারিবারিক পরিবেশ প্রাণবন্ত থাকবে। অন্যদের প্রতি আক্রমণাত্মক মানসিকতা। প্রেমযোগ মিশ্র।