চলেন একটু হেটে আসি গাজীপুর চৌরাস্তার ময়মনসিংহ রোডে ফুটপাত দিয়ে…. (ভিডিও)
একজন সচেতন নাগরিক তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন , বিগত ৩ বছর এই রাস্তায় নিয়মিত যাতায়াত, দুর্গন্ধ, অশ্লীল পোষ্টার এসব উপেক্ষা করেও হাটা যায় কিন্তু এলোপাতারি গাড়ির পার্কিং এর জন্য বেশ ভোগান্তিতে অসহ্য লাগে…..
প্রসাশন কর্তৃক সতর্কতা ব্যানার বেশ কয়েকবারই চোখে পড়েছে কিন্তু দুদিন পর সেই ব্যানারই ছিঁড়ে ফেলে?
জানি চতুর্মুখী কাজ/উন্নয়ন চলছে তাই বলে এই ফুটপাত পরিষ্কার করতে বছরের পর বছর যাবে!!!….
প্রসাশন একটি ব্যানারই দিয়েছে রাস্তাটা আর পরিষ্কার করেনি, স্বভাবগত ভাবেই মানুষ নোংরা জায়গায়তেই প্রস্রাব করে, হউক সেটা রাস্তার পাশে, বিগত দিনগুলোতে এখানে সেই প্রসাশনই সিটি কর্পোরেশনের ময়লা ফেলত….
‘বসুমতি’ গাজীপুর বাসী সুপরিচিত একটি পরিবহন, প্রথম দিকে অসাধারণ সুবিধা দিলেও বর্তমানে অনিয়মে মোড়ানো একটি পরিবহন, তবুও মানুষ ভরসা করে অন্তত গাবতলী গামী একটি পরিবহন আছে।
এ যেন ‘নাই মামার চেয়ে কানা মামাই ভালো’ – ব্যাপার হচ্ছে এরা চৌরাস্তার এই ফুটপাতটা এমন ভাবে দখল করে রেখেছে, তাদের দখলের ক্ষমতায় যাত্রীদেরও কোন দাম নেই, একটা আরেকটার পিছে হুট করেই ঢুকে যায়, একটু সামনে সিরিয়াল পেতে এলোপাতাড়ি পার্কিং করে রাখে…
দেশ উন্নত হচ্ছে, সাধুবাদ জানাই উন্নয়নের কারিগরদের। প্রত্যাশাহীন ভাবেই ব্যাপারটা প্রকাশ করলাম।
ভিডিও:
আব্দুল হাকিম নামে ওই নাগরিক সর্বশেষে তার ব্যক্তিগত ফেসবুকে লিখেন
জানিনা এই বার্তাটুকু কতদুর যাবে, অনেকদুর পৌঁছাতে অনেক শেয়ার দরকার।