বৃশ্চিকে রাস্তায় বিপদের সম্ভাবনা
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
টিউমার জনিত সমস্যা বৃদ্ধি পেতে পারে। বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার। প্রেম ও বিবাহের জন্য শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মস্থানে শুভ। চেষ্টায় সাফল্য আসতে পারে। পায়ের সমস্যা বাড়তে পারে। প্রেমযোগ শুভ।
মিথুন: (২২মে – ২১ জুন)
সংসারের সমস্যা মেটাতে গিয়ে নাজেহাল হতে পারেন। ব্যস্ততার জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পরিবারে সকলকে নিয়ে ভ্রমণের পরিকল্পনা। প্রিয়জনের থেকে কষ্ট পেতে পারেন। নতুন আয়ের পথের সন্ধান পেতে পারেন। প্রেমযোগ শুভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
নতুন পথে উপার্জন করার চিন্তা। কর্মে চাপ। ভ্রমণ নিয়ে বাড়তি পরিকল্পনা। সন্তানের পড়াশোনায় শুভ। প্রেম শুভ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রেমের কারণে কষ্ট পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে বাধা পড়তে পারে। মাতার কারণে চিন্তা। ব্যয়বৃদ্ধি।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায়ে পরিশ্রম বৃদ্ধি পাবে। ক্রোধের কারণে কর্মে ক্ষতি। প্রেমের বাধা। মানসিক অবসাদ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ব্যবসার ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে। মনন চিন্তাশীল। রাস্তায় বিপদের সম্ভাবনা। প্রেমযোগে বাধা।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসায় কর্মচারী নিয়ে বিবাদ হতে পারে। বাসায় অতিথির আগমন। প্রেম ও বিবাহের ব্যাপারে আলোচনা না।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মচারীর সঙ্গে বিবাদ। মুরব্বির সাহায্যে সংসারের সমস্যা থেকে উদ্ধার। জমি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা। প্রেমে বিবাদ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সন্তানের পড়াশোনার জন্য চিন্তা। কর্মে আশাপূরণ। বুদ্ধির ভুলে বিপদ আসতে পারে। প্রেমে সন্দেহ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন। চেষ্টায় সাফল্য। সংসারে বিবাদের মীমাংসা হতে পারে। প্রেমের ব্যাপারে তৃতীয় কাউকে নিয়ে অশান্তি হতে পারে।