শ্রীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের রাজাবাড়ি এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন-কাপাসিয়া উপজেলার কান্দানিয়া এলাকার অলি উল্ল্যাহর ছেলে তরিকুল ইসলাম (১৮) ও একই এলাকার আব্দুল হকের ছেলে মেহেদী হাসান (১৯)।
শ্রীপুর থানা উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান সংবাদ মাধ্যমকে বলেন, বিকেলে তরিকুল ইসলাম ও মেহেদী হাসান মোটরসাইকেলে করে কাপাসিয়া থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। একপর্যায়ে তারা শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তরিকুল ইসলাম ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে মেহেদী হাসান মারা যায়।
তিনি আরও জানান, বাসটি রেখে চালক পালিয়ে গেছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।