কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা বরুণ আটক: অস্ত্র উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বরুণকে (৩৮) আটক করেছে।

রোববার (২০ জুন) দুপুরে জামালপুরের গোল্লারটেক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন।

আটক আসাদুজ্জামান বরুণ জামালপুর এলাকার মৃত আরমানের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে গোল্লারটেক এলাকায় উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেনের সঙ্গে সংঘাতে জড়ায় উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বরুণ ও উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম। সে সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন, আসাদুজ্জামান বরুণ ও সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুপুরে ঘটনাস্থলে গিয়ে যৌথ অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে অস্ত্রসহ আসাদুজ্জামান বরুণকে আটক করা হয়।

বর্তমানে আসাদুজ্জামান বরুণকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক মিজান বলেন, ”নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তবে এখনো তকে থানায় হস্তান্তর করা হয়নি বলে জানান তিনি।”

আটকের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন সংবাদ মাধ্যমকে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button