লকডাউন কার্যকরে কালীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান: ১৪ জনকে জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : চলমান করোনা সংক্রমন মোকবেলায় সরকার ঘোষিত লকডাউন ও কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কালীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনকে মোট ১৩ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৩ জুন) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলমান করোনা সংক্রমন মোকবেলায় সরকার ঘোষিত লকডাউন ও কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান পরিচালনা করে সরকারি বিধিনিষেধ প্রতিপালনের জন্য সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সকলকে মাস্ক পরিধান করা ও প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে নির্দেশ দেওয়া হয়। এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত অন্য দোকান খোলা রাখা ও মাস্ক ব্যতীত বিনা প্রয়োজনে ঘোরাফেরা করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (নির্মূল, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ) আইন ২০১৮” অনুযায়ী ১১ জনকে মোট ১১ হাজার ৬’শ টাকা জরিমানা করা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক।
এছাড়াও গাজীপুর ও নরসিংদী জেলার সংযোগস্থল টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জের দেওপাড়ায় শহীদ ময়েজউদ্দিন সেতু এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীবাহী গাড়ি চলাচল করায় মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (নির্মূল, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ) আইন ২০১৮” অনুযায়ী তিনজনকে ২ হাজার ২’শ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকলকে বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। যারা সরকারি নির্দেশনা অমান্য করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আইন অমান্য করা তিনজনকে মোবাইল কোর্টে ২ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বর্তমানে কালীগঞ্জে কঠোর বিধিনিষেধ চলছে। কঠোর বিধিনিষেধ কার্যকর করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তবেই করোনা থেকে আমাদের রক্ষা পাওয়া সম্ভব। সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ জনকে মোট ১১ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়েছে।