গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তারকে সুরক্ষা সেবা বিভাগে পদায়ন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফরোজা আক্তার রিবাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফরোজা আক্তার রিবাকে (১৬৬৭৯) বদলিপূর্বক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে নিয়োগ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য: (বিসিএস) ২৯ তম ব্যাচের কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ২০২০ সালের ২ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে গাজীপুর যোগদান করেন।

এর আগে জুন ৪ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দোহার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবাকে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছিল।

এই কর্মকর্তা ২০১৮ সালের ৬ মার্চ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঢাকা জেলার দোহার উপজেলায় যোগদান করে ২০২০ সালের ১ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। দোহার উপজেলায় তিনিই প্রথম কোনো নারী কর্মকর্তা যিনি ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

দোহারে যোগদানের পূর্বে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়ে ২০১৭ সালের ২১ মে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছিলেন।

এর আগে ২০১২ সালের ২০ মার্চ থেকে ২০১৪ সালের ২৬ অক্টোবর পর্যন্ত সহকারী কমিশনার হিসেবে তিনি গাজীপুরে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলায় এবং ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ধানমন্ডি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন আফরোজা আক্তার রিবা।

আফরোজা আক্তার রিবা শিক্ষা জীবনে নরসিংদীর হাড়িসাংগার উচ্চ বিদ্যালয় থেকে ২০০০ সালে এসএসসি, রফিকুল ইসলাম মহিলা কলেজ থেকে ২০০২ সালে এইচএসসি পাস করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করে ২০১১ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তার স্বামী মো. আকতারুজ্জামান ভূঁইয়া হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (যুগ্ম জেলা জজ) হিসেবে কর্মরত।

 

আরো জানতে………..

ঢাকার শ্রেষ্ঠ ইউএনও আফরোজা আক্তারকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে পদায়ন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button