গাজীপুরে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১২৪

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১২৪ জনের।

সোমবার (২৮ জুন) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন অফিস জানায়,”গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ৩৮৯ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরো ১২৪ জনের। এ সময়ে মৃত্যু হয়েছে আরো ২ জনের। এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৯ হাজার ৮৪১ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১২ হাজার ৫৩০ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ২৩৬ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৩৮ জন।”

আরো জানানো হয়,”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৭২ জন, কালিয়াকৈরে ২৬ জন, শ্রীপুরে ১২ জন, কালীগঞ্জে ৯ জন এবং কাপাসিয়ায় ৫ জন।”

”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ১৬৮ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৩৮৬ জন, কালিয়াকৈরে ১ হাজার ২৯৩ জন, কালীগঞ্জে ৮৮৭ জন এবং কাপাসিয়ায় ৭৯৬ জন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button