২৪ ঘণ্টায় গাজীপুরে আরও দুই জনের মৃত্যু, শনাক্ত ২৯.৮৫ শতাংশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরের ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে আরও দুই জন মারা গেছেন।

শুক্রবার (২ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনার শতকরা ২৯ দশমিক ৮৫ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন অফিস জানায়, ”গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পাঠানো হয়েছে ৩৪৯ জনের। নমুনা পরীক্ষার পর ফলাফল পাওয়া গেছে ২৭৮ জনের। এরমধ্যে ৮৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বাকী ৭১ জনের নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমান রয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের।”

”এ পর্যন্ত গাজীপুরের মোট ৯১ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১২ হাজার ৭৬৯ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ২৪৪ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৫ জন।”

আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৪০ জন, শ্রীপুরে ২৩ জন, কালিয়াকৈরে ১০ জন, কাপাসিয়ায় ৯ জন এবং কালীগঞ্জে ১ জন।”

”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ২৯৩ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৪২৯ জন, কালিয়াকৈরে ১ হাজার ৩২৮ জন, কালীগঞ্জে ৮৯৪ জন এবং কাপাসিয়ায় ৮২৫ জন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button