গাজীপুরে এনএসআই ও পুলিশ পরিচয়ে প্রতারণা: আটক ১

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহকারী পরিচালক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক প্রতারক এসএম শাহীন (৩৮)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের হরিপুর এলাকার মোহাম্মদ কবির ইসলাম শাহ’র ছেলে।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন সরকার জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাসহ বিভিন্ন ব্যক্তির কাছে আটক শাহীন নিজেকে এনএসআই’র সহকারী পরিচালক পরিচয় দিয়ে আসছিলেন। বিভিন্ন ব্যক্তিকে এনএসআই সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন শাহীন। বিষয়টি গাজীপুর জেলা এনএসআইয়ের নজরে আসে। পরে তার উপর নজরদারি করে এনএসআই। একপর্যায়ে বৃহস্পতিবার দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে প্রতারক শাহীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তার ছবি সংযুক্ত নকল এনএসআইয়ের পরিচয়পত্র ও প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button