হান্নান শাহ’র স্ত্রী ফাররুখ সুলতানা মারা গেছেন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ’র সহধর্মিণী সৈয়দা ফাররুখ সুলতানা নাহিদ হান্নান ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে তিনি মারা যান।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, নাহিদ হান্নানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি জানান, নাহিদ হান্নান উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সিএমএইচে বেশ কয়েক দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
মরহুমের জানাজার নামাজ শনিবার (১৭ জুলাই) সকালে মহাখালী ডিওএইচএস মসজিদে ও দুপুরে তার গ্রামের বাড়ি কাপাসিয়ার ঘাগটিয়ায় অনুষ্ঠিত হবে। পরে তাকে সেখানে দাফন করা হবে।