তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইরত আফগান সেনাদের সহযোগিতায় একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এই সপ্তাহে এসব হামলা চালানো হয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস সচিব জন কিরবি বিস্তারিত না জানিয়ে হামলা চালানোর কথা স্বীকার করেছেন।

৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে এই বিমান হামলা চালানো হলো। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, বুধ ও বৃহস্পতিবার চারটির বেশি বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এসব হামলার মধ্যে অন্তত দুটির টার্গেট ছিল আফগান সেনাদের কাছ থেকে তালেবানের ছিনিয়ে নেওয়া সামরিক সরঞ্জাম।

জন কিরবি বলেন, গত কয়েক দিনে আমরা আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা বিমান হামলা চালিয়েছি। কিন্তু এসব হামলার বিস্তারিত তথ্যে আমি যাচ্ছি না।

বুধবার মার্কিন জেনারেল মার্ক মাইলি পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে জানান, আফগানিস্তানের ৪১৯টি জেলার মধ্যে প্রায় অর্ধেকের দখল এখন তালেবানের হাতে।

বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা জানান, মার্কিন বিমান হামলা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কান্দাহার প্রদেশে আঘাত হেনেছে।

খবরে বলা হয়েছে, এই বিমান হামলার মাধ্যমে বাইরের ঘাঁটি থেকে আফগানবাহিনীর সমর্থনে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্ততপক্ষে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের আগ পর্যন্ত। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের পর এমন সহযোগিতা অব্যাহত থাকবে কিনা তা জানানো হয়নি।

 

সূত্র: নিউজ উইক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button