পূবাইলে ট্রেন কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলের নিমতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) দুপুর ১২ টার দিকে নিহতের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদি।
স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী-ভৈরব রেল সড়কের নিমতলী রেল ব্রিজের পূর্ব পাশে একটি লাশ পরে থাকতে থেকে রেল পুলিশকে খবর দেয়া হয়। পরে দুপুর ১২ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদি বলেন, নিমতলী রেল ব্রিজের পূর্ব পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশকে সংবাদ দেয়। পরে দুপুর ১২ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে ঘি রঙের ফুল শার্ট এবং প্রিন্টের লুঙ্গি রয়েছে। ঢাকাগামী অজ্ঞাত কোন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।