নয়া দিগন্ত পত্রিকার শ্রীপুর সংবাদদাতা নজরুল ইসলাম মাহবুবের ইন্তেকাল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শ্রীপুর উপজেলা সংবাদদাতা নজরুল ইসলাম মাহবুব (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৬ জুলাই) সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ (পিজি) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ কন্যা, ১ ভাই ও ৪ বোনসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নজরুল ইসলাম মাহবুব (৫০) পৌর এলাকার শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার গাজীপুর মহানগর সংবাদদাতা আজিজুল হক বলেন, নজরুল ইসলাম মাহবুব প্রায় ২ মাস যাবত অসুস্থ ছিলেন। অজানা রোগে আক্রান্ত নজরুল ইসলাম মাহবুবকে গত ৩ জুন রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি বাকশক্তি ও জ্ঞান হরালে তাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে লাইফ সোপোর্টে রাখা হয়। সোমবার সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে শ্রীপুরে তাঁর সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সোমবার বিকেল ৪টায় শ্রীপুর পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড ভাংনাহাটিতে নিহতের নামাজে জানাযা শেষে লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শ্রীপুর পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় সাংসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং শ্রীপুর প্রেসক্লাব, গাজীপুর প্রেসক্লাব ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

আজিজুল হক আরো বলেন, সাংবাদিক নজরুল ইসলাম মাহবুবের ছোট ভাই চ্যানেল ২৪ এর সাংবাদিক আল-আমিন গত রোববার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। তিনিও গুরুতর অসুস্থ। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোববার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রোববরার রাতে তাকে শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের বাড়িতে ফেরত আনা হয়। সোমবার সকালে তাকে শ্রীপুরের স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করার কথা ছিল। কিন্তু এর আগেই বড় ভাই নজরুল ইসলাম মাহবুবের মৃত্যুর খবর আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button