শ্রীপুরে মৌমাছির কামড়ে আদিবাসী নেতার মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে মৌমাছির কামড়ে গোপাল চন্দ্র কোচ (৫২) নামে এক আদিবাসী নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে লোহাগাছ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গোপাল চন্দ্র কোচ লোহাগাছ গ্রামের গেরেন্দ্র চন্দ্র কোচের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা আদিবাসী সমিতির সভাপতি।
নিহতের প্রতিবেশী কাজী মিজানুর রহমান বলেন, শ্রীপুর উপজেলা আদিবাসী সমিতির সভাপতি গোপাল চন্দ্র কোচ মাছ শিকারের জন্য শুক্রবার দুপুরে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে বাড়ির পাশে বনে যান। পিঁপড়ার বাসা ভাঙার সময় অসাবধানতাবশত পাশে থাকা মৌমাছির চাকে আঘাত লাগে।এতে অসংখ্য মৌমাছি গোপালকে হুল ফোটায়। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে পাশের একটি বাড়িতে নিয়ে যান এবং শরীরে ফোটানো মৌমাছির হুল তুলে প্রাথমিক চিকিৎসা দেন।
তিনি আরো জানান, এরপরও অবস্থার উন্নতি না হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, দুপুরে গোপাল চন্দ্র কোচকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।