নির্মাতা চয়নিকা চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়েছে পুলিশ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নাটক সিনেমার জগতের সুপরিচিত নির্মাতা চয়নিকা চৌধুরীকে ঢাকায় ডিবি পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় পান্থপথে চয়নিকা চৌধুরীর গাড়ি আটকিয়ে পরে তাকে সেই গাড়িতে করেই ডিবি কার্যালয়ে নেয়া হয়।
চয়নিকা চৌধুরীর গাড়ি পুলিশ ঘিরে ফেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে যেতে হবে জানিয়ে তাকে নেমে আসতে বললেও তিনি তাতে রাজী হচ্ছিলেন না।
এ নিয়ে কথা কাটাকাটি ও বাক বিতণ্ডার পর এক পর্যায়ে তিনি তার গাড়ীতে মহিলা পুলিশ সদস্যকে ওঠার অনুমতি দেন।
পরে ওই গাড়িতে ডিবির আরও কয়েকজন উঠে পড়ে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
এ সময় সেখানে উপস্থিত কয়েকজন টিভি সাংবাদিককে চয়নিকা চৌধুরী বলেন, “আমার তো এখন কিছু করার নেই। আমাকে কোথায় নিচ্ছে আমি জানিনা। আপনারা দেখেন কোন অভিযোগ নেই আমাকে নিয়ে যাচ্ছে”।
গত ১৩ই জুন চিত্রনায়িকা পরীমনি ঢাকার বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন বলে যে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন সেখানে পরীমনির সাথে চয়নিকা চৌধুরীকে দেখা গিয়েছিলো।
পরীমনিকে বুধবার গ্রেপ্তার করেছে র্যাব।
২০০১ সালে প্রথম নাটক নির্মাণ শুরুর আগে নাটকের জন্য স্ক্রিপ্ট লিখতেন চয়নিকা চৌধুরী।
চয়নিকা চৌধুরী প্রায় সাড়ে তিনশ নাটকের পাশাপাশি সিনেমাও নির্মাণ করেছেন।