হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০৪ জানের প্রাণহানি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র হাইতিতে শনিবার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০৪ জনের মর্মান্তিক প্রাণহানি হয়েছে। রিখটারস্কেলে ৭.২ মাত্রার এ ভূমিকম্পে শত শত ঘরবাড়ি ও স্থাপনা ধসে পড়েছে এবং প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছে।

প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি জানিয়েছেন, হাসপাতালগুলোতে আহত মানুষদের স্থান সংকুলান হচ্ছে না তবে সরকারের পক্ষ থেকে দ্রুত ত্রাণ ও উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে।

রাজধানী পোর্টা প্রিন্স থেকে প্রায় ১২৫ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে। হাইতির সিভিল প্রকেটশন এজেন্সি জানিয়েছে, নিহত ৩০৪ জনের মধ্যে বেশিরভাগই দেশের দক্ষিণাঞ্চলে প্রাণ হারিয়েছে।

সংস্থাটি এক টুইটার বার্তায় বলেছে, তারা শত শত মানুষকে ধ্বংসস্তুপের নীচ থেকে জীবিত উদ্ধার করেছেন এবং এখনো আহত মানুষদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার কাজ চলছে।

প্রধানমন্ত্রী হেনরি সারাদেশে এক মাসের জরুরি অবস্থা জারি করেছেন। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে না আসা পর্যন্ত তিনি আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন না। কোনো কোনো ছোট শহর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button