আফগানিস্তানের সাবেক মন্ত্রী এখন জার্মানির পিৎজা ডেলিভারি ম্যান

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আফগানিস্তানের সাবেক এক মন্ত্রী জার্মানিতে এখন ক্রেতাদের দ্বারে দ্বারে পিৎজা পৌঁছে দেওয়ার কাজ করছেন বলে খবর বেরিয়েছিলে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, সাবেক ওই আইনপ্রণেতার নাম সায়েদ আহমেদ শাহ সাদাত। তিনি গনি সরকারে তথ্যমন্ত্রী ছিলেন।

সাদাতকে সম্প্রতি জার্মানির স্যাক্সোনি প্রদেশের সবচেয়ে জনবহুল শহর লেইপজিগে পিৎজা ডেলিভারির কাজ করতে দেখা গেছে। এ সময় তিনি কমলা রঙের পোশাক পরে ও কাঁধে একটি ব্যাগ নিয়ে সাইকেলে করে ডেলিভারি ম্যানের কাজ করছিলেন।

স্থানীয় এক জার্মান সাংবাদিক সাদাতের পরিচয় পান এবং সঙ্গে সঙ্গেই ছবি তুলে নেন। এর পরই তা সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ওই সাংবাদিকের দাবি, লেইপজিগ শহরের রাস্তায় সাইকেল চালিয়ে পিৎজা ডেলিভারির কাজ করার সময় সাদাতকে দেখতে পান তিনি।

স্কাই নিউজ অ্যারাবিয়ার সঙ্গে আলাপকালে সাদাত নিশ্চিত করেছেন, অনলাইনে ছড়িয়ে পড়া পিৎজা ডেলিভারি ম্যানের ছবির ওই ব্যক্তিটি আসলে তিনিই। তবে আমাদের সময়ের পক্ষে এ খবরের সত্যাসত্য যাচাই করা সম্ভব হয়নি। গনির সরকারে ২০১৮ সালে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যোগ দেন সাদাত।

এরপর দুই বছর তিনি দেশটির তথ্য ও প্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২০ সালে তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং একই বছরের ডিসেম্বরে জার্মানিতে পাড়ি জমান। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে সাদাতের দুটি মাস্টার্স ডিগ্রি রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button