কালীগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের উপর হামলা, টাকা ছিনতাই
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঋণের টাকা পরিশোধ করতে ব্যাংকে যাওয়ার পথে কালীগঞ্জের জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী নজরুল ইসলামের (৫০) উপর হামলা ও নগদ পাঁচ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে নজরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কায়সার আহমেদ।
অভিযুক্তরা হলো, জামালপুর গ্রামের আউয়ালের ছেলে হবি (৩৫), রবি (৪০) এবং ফারুক (৪৫)।
আহত নজরুল ইসলাম জামালপুরের কলাপটুয়া গ্রামের মৃত আনছার আলী সরকারের ছেলে। তিনি জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দালান বাজার বণিক সমিতির সাবেক সভাপতি। নজরুল ইসলাম দালান বাজারে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
থানায় দায়ের করা এজাহারে বাদী উল্লেখ করেন, ‘তিনি দালান বাজারে নিজ জমিতে দোকান নির্মাণ করে দীর্ঘ দিন যাবৎ ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি রড, সিমেন্ট ও অন্যান্য হার্ডওয়ার মালামাল সাপ্লাইয়ের ব্যবসা করেন। ব্যবসা পরিচালনার জন্য জামালপুর সোনালী ব্যাংক থেকে তার প্রতিষ্ঠানের নামে একটি ক্যাশ ক্রেডিট (সিসি) লোন রয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে লোনের ৫ লাখ ১৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে জামালপুর সোনালী ব্যাংকের পশ্চিম পাশের রাস্তায় থাকা অভিযুক্তরা তার পথরোধ করে। পরে অজ্ঞাত আরো ৭-৮ জন সন্ত্রাসীসহ অভিযুক্তরা দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে মারধর করে। সে সময় অভিযুক্ত তিনজন প্যান্টের পকেটে থাকা নগদ ৫ লাখ ১৫ হাজার টাকা জোড়পূর্বক নিয়ে যায় এবং তাকেসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় তারা। এরপর তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন।’
জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান ফারুক মাস্টার বলেন, সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে তার উপর হামলার ঘটনা ঘটেছে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেন, দুপুর দেড়টার সময় আহতাবস্থায় নজরুল ইসলাম হাসপাতালে আসেন। হামলায় তার শরীরের পাশাপাশি চোখও আঘাতপ্রাপ্ত হয়েছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চক্ষু বিশেষজ্ঞ দেখানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কায়সার আহমেদ বলেন, নজরুল ইসলামের উপর হামলা ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত পূর্বক এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।