অস্থিরতার কারণে ফেসবুক থেকে বিদায় নিচ্ছেন আশরাফুল আলম খোকন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : অস্থিরতার কারণে ফেসবুক থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস আশরাফুল আলম খোকন।

রোববার (০৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ সিদ্ধান্তের বিষয়ে জানান তিনি।

আশরাফুল আলম ফেসবুকে লিখেছেন, ‘এটা একটা কঠিন সিদ্বান্ত। দীর্ঘ দিনের অভ্যাস থেকে নিজেকে গুটিয়ে ফেলার চেষ্টা। সফলতা বিফলতার হিসাব নিকাশ পরে করা যাবে। চেষ্টা করতে দোষ কি। আপাতত ফেসবুক থেকে বিদায় নিচ্ছি। অনেক বেশি অস্থিরতা,অনেক বেশি সময় নষ্ট। হয়তো আবার ফিরে আসবো। দেখিনা চেষ্টা করে এইখানে ব্যয় করা সময় বাঁচিয়ে নিজের জন্য কিছু সময় বের করতে পারি কিনা।’

‘ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন,নিরাপদে থাকবেন।’

উল্লেখ্য: আশরাফুল আলম খোকন গত ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদ থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব পদে দায়িত্ব পালন শুরু করছিলেন।

তিনি যুক্তরাষ্ট্রের হফস্ট্রা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

আশরাফুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। সাংবাদিকতা জীবনে তিনি দীর্ঘদিন চ্যানেল আই–এ কর্মরত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button