মানসিক অশান্তির যোগ কন্যার, আবেগে গা ভাসাবেন না মকর

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : এ সপ্তাহে জাতক বিভিন্ন প্রকার ঝুট-ঝামেলায় জড়াবেন। রাহু গ্রহের সঙ্গে চন্দ্রের অবস্থানের ফলে অনৈতিক কোনো কাজে জড়িয়ে থানা-পুলিশ হতে পারে।

বৃষ : নর-নারী নির্বিশেষে স্বাস্থ্যগত কারণে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। বিপরীত লিঙ্গের আকর্ষণে অযথা সাড়া দেবেন না। ডাক্তারের পরামর্শ নিন।

মিথুন : শনিগ্রহ দ্রাঘিমাংশের দশম স্থানে অবস্থান করার ফলে জাতক ডগ-বয়ের অর্থাৎ রাজ রোষানলে পড়তে পারেন। উচ্চপদস্থ কর্মকর্তার সহযোগিতা নিন।

কর্কট : ‘ববাভিধানে জননং হি যস্য’ অর্থাৎ ববকরণে জাতকের জন্মলগ্নে গ্রহের প্রভাবে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পরামর্শে অর্থযোগের সুযোগ রয়েছে।

সিংহ : জন্মলগ্নে বৃহস্পতি গ্রহের অন্তর্দশার ফলে রাজরোষের শিকার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অযথা কোনো দুঃসাহসিক কাজে নিজেকে জড়াবেন না।

কন্যা : এ সপ্তাহে জাতক প্রকৃতির কাছাকাছি অবস্থান করবেন। মানসিক অশান্তির সম্ভাবনা রয়েছে। রক্তমুখী নীলা ব্যবহারের আগে জ্যোতিষীর পরামর্শ নিন।

তুলা : হঠাৎ কোনো শিল্পকর্মে জাতকের সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। প্রতিবেশীর কারণে কাজে বাধা পড়তে পারে। তাই কর্মের আগে সুচিন্তিত সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক : স্ত্রী-পুরুষ নির্বিশেষে এ সপ্তাহে জাতকের খেলাধুলায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিবারের প্রবীণ সদস্যের কারণে বাধা পড়তে পারে।

ধনু : জাতকের জন্মকু-লীতে কেতু কেন্দ্রাদিতে অবস্থানের ফলে সর্প, বিষাক্ত কীট, মার্জার বা সারমেয় দ্বারা দংশিত হতে পারেন। সাবধানতা অবলম্বন করুন।

মকর : বৃহস্পতি শুক্রগ্রহ কর্তৃক দৃষ্ট হওয়ার ফলে বিপরীত লিঙ্গের আকর্ষণে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আবেগে গা ভাসাবেন না। সমূহ বিপদ।

কুম্ভ : দূরের কোনো নিকটাত্মীয়ের পরামর্শে জায়গাজমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বন্ধুর কাছ থেকে অর্থপ্রাপ্তি হবে।

মীন : এ সপ্তাহটা মাটি ধরলে সোনায় রূপান্তরিত হবে। জাতক যে কাজেই হাত দেবেন সফলতা অবশ্যম্ভাবী। তাই বড় কাজে নিজেকে নিয়োজিত করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button