গাজীপুরে উচ্ছেদ মোকদ্দমা নিষ্পত্তির মাধ্যমে ১.৭২ একর বনভূমি উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে উচ্ছেদ মোকদ্দমা (২৬/২০১৮) নিষ্পত্তির পর সালনা বিটের ১৪ নম্বর জোলারপাড় মৌজায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে ১.৭২ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। ঢাকা বন বিভাগের অধীন ওই বনভূমি প্রায় দুই দশক আগে জবরদখল হয়ে যায়।
রোববার (১৭ অক্টোবর) সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জবরদখল করে রাখা বনভূমি উদ্ধার করা হয়।
উচ্ছেদ অভিযানে গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুমের নেতৃত্বে সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজেন্দ্রপুর রেঞ্জের সহকারী বন সংরক্ষক শামসুন্নাহার শ্রাবণী জানান, সালনা বিটের ১৪ নম্বর জোলারপাড় মৌজার সিএস ১২৩ নম্বর দাগের ৩০৯/৬০৪ আরএস দাগে বেহাত বনভূমি উদ্ধারে উচ্ছেদ মোকদ্দমা দায়ের করে বন বিভাগ। উচ্ছেদের পূর্বে জবরদখলকারীদের বনভূমি ছেড়ে দিতে নোটিশ ও মাইকে ঘোষণা দেয়া হয়।
সালনা বিট কাম চেক স্টেশন অফিসার মো. বিপ্লব হোসেন জানান, অভিযানে একটি আধাপাকা বাড়ী ও ১৩টি টিনসেড বাড়ী উচ্ছেদের পাশাপাশি একটি কারখানার দখল থেকে বনভূমি উদ্ধার হয়েছে। অভিযানে রাজেন্দ্রপুর সহকারী রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমানসহ বিভিন্ন বিটের স্টাফরা উপস্থিত ছিলেন।