‘ই-কমার্সের আটকে থাকা ২১৪ কোটি টাকা ফেরত দেবে সরকার’: বাণিজ্যমন্ত্রী
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের ২১৪ কোটি টাকা গ্রাহকদের সরকার ফেরত দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার (২৫ অক্টোবর) সচিবালয়ে ই-কমার্স বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, গত ১ জুলাইয়ের পর থেকে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের ২১৪ কোটি টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে আছে। এগুলো ফেরত দেওয়ার উপায় বের করা হচ্ছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই খাতে শৃঙ্খলা ফিরবে।
আইসিটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দিতে একটি অটোমেশন সফটওয়্যার তৈরি করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন এটুআই ই-কমার্স খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে ই-কমার্স বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ই-কমার্সের জন্য নতুন আইনের দরকার হবে না বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি বছরের ১ জুলাই বাংলাদেশ ব্যাংক ‘এসক্রো সার্ভিস পেমেন্ট গেটওয়ে’ চালু করে। এর মাধ্যমে গ্রাহক পণ্য হাতে পাওয়ার পর ই-কমার্স প্রতিষ্ঠানকে পণ্যের মূল্য পরিশোধ হয়। ই-কমার্স প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রাহকরা যেন প্রতারণার শিকার না হন এজন্য এই ব্যবস্থা চালু করা হয়।