কালীগঞ্জে ১,০৩৬ দিনের কর্মজীবন শেষে দায়িত্ব হস্তান্তর করলেন ইউএনও শিবলী সাদিক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ১ হাজার ৩৬ দিনের (২ বছর ১০ মাস ২ দিন) কর্মজীবন শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন ইউএনও শিবলী সাদিক।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে সদ্য যোগদানকারী আসসাদিকজামান দায়িত্ব গ্রহণ করেন এবং সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিক দায়িত্ব হস্তান্তর করেন।

সদ্য যোগদানকারী আসসাদিকজামান সদ্য বিদায়ী ইউএনও শিবলী সাদিকের স্থলাভিষিক্ত হবেন।

gazipurkontho

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের মধ্যেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে শিবলী সাদিকের দীর্ঘ ১ হাজার ৩৬ দিনের (২ বছর ১০ মাস ২ দিন) কর্মজীবন শেষ হলো কালীগঞ্জে উপজেলায়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা শিবলী সাদিকের পরবর্তী কর্মস্থল উপপরিচালক হিসেবে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

জানা গেছে, (বিসিএস) ৩১তম ব্যাচের এই কর্মকর্তা শিবলী সাদিক ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কালীগঞ্জে যোগদান করেছিলেন।

এরপর থেকেই ইউএনও শিবলী সাদিক অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করাসহ উন্নয়নমূলক অনেক কাজ করে প্রশংসিত হয়েছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো, কালীগঞ্জ বাসস্ট্যান্ডে সরকারি সম্পত্তি ‘দখল মুক্ত’ করা, কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মেলা ও হাট বন্ধ করে খেলার জন্য উন্মুক্ত করে দেয়া, অবৈধ ব্যাটারি ফ্যাক্টরি বন্ধ করা, কালীগঞ্জে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন করা, প্রবাসী নাঈম আহমেদের দেয়া উপহার ‘জীবাণুনাশক টানেল’  কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে স্থাপন করা, কালীগঞ্জে আবুল খায়ের গ্রুপের দখলে থাকা ‘সরকারি হালট’ দখলমুক্ত করা, কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতা স্তম্ভ নির্মাণ, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন, ‘ঈশা খাঁ’র আধুনিক সমাধিস্থ নির্মাণ, শিক্ষার প্রসারে কোটি টাকা ব্যয়ে ‘কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার’ নির্মাণসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ (প্রেষণে-০২ শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে ইউএনও শিবলী সাদিককে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কালীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিককে প্রেষণে প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছিল।

২০১৯ সালের ৩০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সহকারী কমিশনার (ভূমি) শিবলী সাদিককে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা।

শিবলী সাদিক সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকার মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের দায়িত্ব পালন করেছেন।

তাঁর নিজ জেলা নোয়াখালী।

 

আরো জানতে………..

কালীগঞ্জে উদ্বোধন করা হলো ‘ঈশা খাঁ’র আধুনিক সমাধি

‘কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার’ উদ্বোধন করলেন মেহের আফরোজ চুমকি

কালীগঞ্জের নতুন ইউএনও আসসাদিকজামান

দুদকের উপপরিচালক হলেন কালীগঞ্জের ইউএনও শিবলী সাদিক

কালীগঞ্জের ইউএনও শিবলী সাদিককে বিডা’র উপপরিচালক হিসেবে পদায়ন

কালীগঞ্জের নতুন ইউএনও শিবলী সাদিক

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ২০ পরিবার

অবশেষে কালীগঞ্জের ‘অবৈধ’ ব্যাটারি কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর জমি দখল করে বালু ভরাট, কার্যক্রম বন্ধ করলো প্রশাসন

কালীগঞ্জে সরকারি হালট দখল: প্রাণ-আরএফএলের ইকোনমিক জোনে অভিযান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button