নাগরী ইউপি নির্বাচন: মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ২৪ ডিসেম্বর (শুক্রবার) মধ্যরাত রাত ১২টা থেকে ২৭ ডিসেম্বর (সোমবার) সকাল ৬টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী নাগরী ইউনিয়ন পরিষদে আগামী ২৬ ডিসেম্বর (রোববার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ২৪ ডিসেম্বর (শুক্রবার) মধ্যরাত রাত ১২টা থেকে ২৭ ডিসেম্বর (সোমবার) সকাল ৬টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ২৫ ডিসেম্বর (শনিবার) রাত ১২টা থেকে ২৬ ডিসেম্বর (রোববার) রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচল করতে পারবে না।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট এবং দেশি/বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ কড়াকড়ি শিথিল করা যাবে। সেক্ষেত্রে তাদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, এ ছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগের যানবাহন নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

জাতীয় মহাসড়কে চলাচলরত এবং বন্দর ও জরুরি পণ্য সরবরাহে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রেও প্রয়োজনে এ নিষেধাজ্ঞা শিথিল করা যাবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করে সময়সূচি ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন সাধারণ ছুটির প্রয়োজন হবে না। তবে নির্বাচনী এলাকাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারিত রয়েছে, সেগুলো বন্ধ থাকবে।

এছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব অফিস/সংস্থা/প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার ফারিজা নূর বলেন, নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলিউল ইসলাম অলি (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মোমেন মিয়া (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ্যাড. সিরাজ মিয়া (চশমা)। এছাড়াও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে নারী সদস্য পদে ১৪ প্রার্থী এবং ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফারিজা নূর আরো বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী নাগরী ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে মোট ভোটা সংখ্যা ৩০ হাজার ৬৯৭ জন। এর মধ্যে ১৫ হাজার ৫২৬ জন মহিলা ভোটার এবং ১৫ হাজার ১৭১ জন পুরুষ ভোটার রয়েছে। সর্বশেষ অনুষ্ঠিত উপনির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৩৭টি বুথ স্থাপন করা হয়েছিল।

উল্লেখ্য : গত ১০ নভেম্বর (বুধবার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ অক্টোবর কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলিউল ইসলাম অলি নৌকা প্রতীকে ১২ হাজার ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাড. সিরাজ মিয়া চশমা প্রতীকে পেয়েছিলেন ৫ হাজার ৯০১ ভোট।

উপনির্বাচনে মোট ৬৭.৪৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। সর্বমোট ভোটাধিকার প্রয়োগ করেছিলেন ২০ হাজার ৩০৫ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোট সংখ্যা ২০ হাজার ৭২ ভোট। আর বাতিল হয়েছিল ২৩৩ ভোট।

উপনির্বাচনে চেয়ারম্যান পদে উপনির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলিউল ইসলাম অলি নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এ্যাড. সিরাজ মিয়া চশমা প্রতীক। এছাড়াও চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপি মনোনীন প্রার্থী রহিম সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৬৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন মামুন ঘোড়া প্রতীকে ২৩৫ ভোট, মোজাম্মেল হক (কাকন) মোটরসাইকেল প্রতীকে ১৭৩ ভোট এবং সবচেয়ে কম ভোট পেয়েছেন আনারস প্রতীকে মজিবুর রহমান ১৪১ ভোট পেয়েছিলেন।

 

যে কারণে নির্ধারিত সময়ে হচ্ছে না নাগরী ইউনিয়ন পরিষদ নির্বাচন

আরো জানতে………..

ইউপি নির্বাচন: ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ

কালীগঞ্জের নাগরীসহ চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর

নাগরী উপনির্বাচন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলি ১২ হাজার ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী

নাগরী উপনির্বাচন: ‘রাতে সিল মারা ঠেকাতে’ কেন্দ্রে ব্যালট যাবে ভোরে, পাঁচ ম্যাজিস্ট্রেট নিয়োগ

নাগরী উপনির্বাচন: তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নাগরী উপনির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার তিন নেতা

নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন আটজন

নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ২০ অক্টোবর

নাগরী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির মিয়ার ইন্তেকাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button