সৌদির জন্য বিপজ্জনক হয়ে উঠেছে ইয়েমেনের আকাশ!
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী দেশের তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশের আকাশ থেকে সৌদি আরবের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।
ড্রোনটি আমেরিকার নির্মিত স্ক্যান ঈগল বলে জানিয়েছেন ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি মার্কিন কোম্পানি নির্মিত স্ক্যান ঈগল ড্রোন ভূপাতিত করার খবর জানান।
জেনারেল সারিয়ি বলেন, সৌদি ড্রোনটি মা’রিব প্রদেশের সিরওয়াহ এলাকায় শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছিল। জেনারেল সারিয়ির বিবৃতির বরাত দিয়ে ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, উপযুক্ত অস্ত্র দিয়ে ড্রোনটিকে ভূপাতিত করা হয়।
এর আগে গত বুধবার ইয়েমেনে সামরিক বাহিনী চীনের তৈরি একটি সিএইচ-ফোর গোয়েন্দা ড্রোন এবং স্ক্যান ঈগল ভূপাতিত করেছে। এছাড়া, গত শনিবার মা’রিব প্রদেশের আল-জুবা এলাকার আকাশ থেকে মার্কিন নির্মিত আরো একটি স্ক্যান-ঈগল ড্রোন ভূপাতিত করেছিল। তার তিন দিন আগে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে চীনের তৈরি একটি সিএইচ-ফোর কম্ব্যাট ড্রোন ভূপাতিত করেছিল।