‘বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে’ আগুন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে ‘বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের’ টিনশেড ভবনে আগুন লেগে ছয়টি শ্রেণি কক্ষ পুড়ে গেছে।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানান, দুপুরে বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আধাপাকা টিনসেড ভবনে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে বিদ্যালয়ের ৬টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. বেলাল আহমেদ জানান, ‘আগুন লেগে ওই বিদ্যালয়ের ৬টি কক্ষ পুড়ে গেছে। তবে কক্ষগুলোতে ক্লাস হতো না। ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হওয়ায় ওই কক্ষগুলোতে স্কুলের পুরনো আসবাবপত্র ও কাগজপত্র রাখা হতো। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। তদন্তের পর ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যাবে।’