২০২২ সালে বলিউড মাতাবে যেসব দক্ষিণী তারকা
গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : বর্তমানে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা ছড়িয়েছে বিশ্বব্যাপী। বলিউডে নিজ নিজ আসন পাকাপোক্ত করছেন দক্ষিণী তারকারা। এরই মধ্যে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি মাতিয়ে বলিউডে সফল ক্যারিয়ার গড়েছেন অনেকে। এবার এ তালিকায় যুক্ত হতে লাইন দিয়েছেন সামান্থা থেকে শুরু করে বিজয় দেবরকোন্ডা, রাশমিকা থেকে নাগা চৈতন্ন।
সামান্থা রুথ প্রভু
ব্যাংকরোল চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু। সম্প্রতি ওটিটি প্লাটফর্মে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। আর এ প্রশংসার সুবাদেই বাড়িয়েছেন পারিশ্রমিক। এখন বলিউডে নারীকেন্দ্রিক থ্রিলারে অংশ নিতে যাচ্ছেন দক্ষিণী এ সুন্দরী।
বিজয় দেবেরকোন্ডা
‘অর্জুন রেড্ডি’ সিনেমায় ব্যাড বয়ের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন বিজয় দেবরকোন্ডা। সিনেমাটির হিন্দি রিমেক কবির সিং। এ সিনেমা দিয়ে দক্ষিণসহ বলিউডেও এখন পরিচিত নাম বিজয়। চলতি বছর করণ জোহরের ‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডের যাত্রা করবেন তিনি। সিনেমায় সাধারণ এক চাওয়ালা থেকে বিশ্বচ্যাম্পিয়ান বক্সার বনে যাওয়া এক ব্যক্তির গল্প বলা হয়েছে। এতে আরো আছেন অনন্যা পান্ডে ও বক্সিং কিংবদন্তি মাইক টাইনস। চলতি বছরের ২৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
রাশমিকা মানদানা
বলিউডে পা রাখছেন আরেক দক্ষিণী জনপ্রিয় তারকা রাশমিকা মানদানা। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিতব্য স্পাই থ্রিলার ‘মিশন মজনু’ সিনেমায় দেখা যাবে তাকে। তার বিপরীতে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা।
নাগা চৈতন্য
আমির খান অভিনীত আসন্ন বলিউড সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমায় অভিনয় করতে নাগা চৈতন্যকে ব্যক্তিগতভাবে প্রস্তাব দিয়েছিলেন আমির খান। আর সেই প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি তিনি। সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে নাগা চৈতন্যকে। লাল সিং চাড্ডা চলতি বছরের ১৪ এপ্রিল মুক্তির কথা হয়েছে।
রাশ্মি খান্না
তামিল, তেলেগু ও মালয়ালম সিনেমায় সফলতা পেয়েছেন রাশ্মি। আসন্ন হিন্দি সিনেমা ‘যোদ্ধা’য় দেখা যাবে তাকে। যোদ্ধা সিনেমায় আরো অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও ডিশা পাটানি। এছাড়া শহীদ কাপুরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে হিন্দি ওটিটি ফিল্মে অভিষেক হতে যাচ্ছে রাশ্মির।
বল্লমকোন্ডা সাঁই শ্রীনিবাস
২০০৫ সালে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এসএস রাজামৌলির হিন্দি ছত্রপতি সিনেমার রিমেকের মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তেলেগু অভিনেতা বল্লমকোন্ডা সাঁই শ্রীনিবাসের। নতুন সিনেমাটি পরিচালনা করবেন ভিভি ভিনায়েক। সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাষকে। হারিয়ে যাওয়া এক যুবকের পরিবারের খোঁজার গল্প তুলে ধরা হয়েছে সিনেমায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া