অর্থপ্রাপ্তির যোগ মেষের, প্রেমের ক্ষেত্রে সফলতা নিশ্চিত মীনের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জাতকের শারীরিক সমস্যার সমাধান হবে। কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগলে তার অবসানের সময় এসেছে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
বৃষ : এ সপ্তাহটা জাতকের জন্য সুন্দর একটা পরিবর্তন আসবে। বিচলিত হবেন না নিজের ওপর আস্থা রাখুন। সিদ্ধান্ত নিন সফল হবেন।
মিথুন : গ্রহের অবস্থানের ফলে আপনার মনের কথাটা সাহস করে বলে ফেলুন, সফলতা আপনার দুয়ারে দাঁড়িয়ে। দয়িতার দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে।
কর্কট : ব্যবসা ক্ষেত্রে বিপরীত লিঙ্গের কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো প্রকার অঙ্গীকার বা চুক্তি সম্পাদন এ সপ্তাহে না করাই ভালো।
সিংহ : শত্রুর ভয়ে সিংহ কখনো ভীত নয়। এ সপ্তাহে বিশেষ করে ব্যবসা ও রাজনীতিতে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পর আপনার প্রতিদ্বন্দ্বী পরাস্ত হবে।
কন্যা : জাতকের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ সম্মাননা পাওয়ার সুযোগ রয়েছে। যা করবেন মনোযোগ দিয়ে করুন। লেখার ক্ষেত্রে সফলতা আসবে।
তুলা : যদিও জাতককে ঘোর বাস্তববাদী বা স্বার্থপর বলা হয় কিন্তু এ সপ্তাহটা আপনার পরোপকারেই কেটে যাবে। বিশেষ করে শিশুরা সাহায্য পাবে।
বৃশ্চিক : শনি গ্রহের ফাঁড়া কেটে গেছে। এবার যে কাজে হাত দেবেন তাতেই সফল হওয়ার সম্ভাবনা। বিশেষ রূপে ব্যবসার ক্ষেত্রে নিশ্চিন্তে উন্নতি হবে।
ধনু : পেছনের ফেলে আসা ভুলের কথা ভেবে বর্তমান নষ্ট করবেন না। অনেক সময় নষ্ট হয়েছে। আগামীর যেকোনো পরিকল্পনা বর্তমানেই করুন।
মকর : জাতক অনায়াসে পর্বত চূড়ায় আরোহণ করে। দ্বিধা নয়, মনস্থির করে ঝাঁপিয়ে পড়–ন জীবনের যেকোনো ক্ষেত্রে জয় নিশ্চিত।
কুম্ভ : মান-অভিমান নিয়েই জীবন। অযথা ভুলের মাসুল না বাড়িয়ে বন্ধুত্বের হাত বাড়ান। অনূঢ়ার হাত তো আপনাকেই ধরতে হবে। তবে দ্বিধা কেন?
মীন : জীবন যেন কচুপাতায় জল। সদা টলমল। দূরের পথ পাড়ি দিতে আর দেরি করবেন না। সিদ্ধান্তে অটল থাকুন। প্রেমের ক্ষেত্রে সফলতা নিশ্চিত।