পূর্ব ইউক্রেনে রুশ সেনা পাঠানোর নির্দেশ দিলেন প্রেসিডেন্ট পুতিন
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুগানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পর ওই দুই অঞ্চলে রুশ সেনা পাঠানোর নির্দেশে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি অবশ্য বলেছেন, দোনেৎস্ক ও লুগানস্কে শান্তিরক্ষী বাহিনীর কাজ করবে রাশিয়ার সেনারা।
এদিকে ওই দুই প্রজাতন্ত্রে শান্তিরক্ষার যে দাবি রাশিয়ার প্রেসিডেন্ট করেছেন তাকে ‘বাজেকথা’ বলে প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।