বিধবার পুনঃবিবাহের যোগ কন্যার, প্রেমে সফলতার যোগ মেষের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : এ-সপ্তাহে জাতকের শুক্রের শয়নাদি ভাবফলের গণনায় দেখা যায় যে, প্রেমে সফলতার যোগ রয়েছে। প্রেমিকার বান্ধবীর সাহায্য পেতে পারেন।

বৃষ : জাতক হঠাৎ কোনো বাজে পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। পথে তরুণ ছাত্র দ্বারা নিগ্রহের সম্ভাবনা রয়েছে। নির্জন স্থান পরিহার করুন।

মিথুন : জাতকের যেকোনো পরিকল্পনার সফলতা মুকুলেই ঝরে যেতে পারে। বিংশোত্তরী দশাবিধির ফলে পাওনা টাকা পেতে সমস্যায় ভুগতে পারেন।

কর্কট : জাতকের কালকেতু গ্রহের অবস্থানের ফলে এ-সপ্তাহটায় বড় কোনো প্রাপ্তির সংযোগ নেই। সম্ভবত নিজ দেশ গ্রামের জনসেবায় ব্রতী হবেন।

সিংহ : জাতক এ-সপ্তাহে রাজরোষের ফেরে মুকুলের দ্বারীর অবহেলায় অর্থহানি হতে পারে। কর্কট রোগের প্রভাবে শারীরিক সমস্যার যোগ রয়েছে।

কন্যা : শুক্রের নেত্রপাণির খলগ্রহের ফলে বিধবার পুনঃবিবাহের যোগ রয়েছে। পিতার দ্বিতীয়া স্ত্রী মানে বর্তমান মাতার দুরভিসন্ধি মুকুলেই বিনষ্ট হবে।

তুলা : ভৃগুসংহিতার সপ্তমেশের অবস্থান অনুযায়ী জানা যায় যে, জাতক পড়শীর পরামর্শে ব্যবসায়ে লোকসান করবেন। বুঝেশুনে সুচিন্তিত সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে ব্যয়েশ স্থিতিফলমের ফলে জাতক গোপনাঙ্গে আঘাত পেতে পারেন। যেকোনো কাজে বা খেলাধুলায় সাবধান হোন।

ধনু : এ-সপ্তাহটা ফলাদি গুল্মের চাষ নিয়ে ঝামেলা হতে পারে। প্রকৃতির বৈরী আবহাওয়ার জন্য ফসলাদির বোল মুকুলেই ঝরে যাওয়ার সম্ভাবনা।

মকর : ভার্যাদ্বেষী প্রিয়দ্বেষী গুরুদ্বেষীর কারণে জাতকের ঋণগ্রস্ত হয়ে পড়ার যোগ রয়েছে। যেখানে সেখানে ব্যক্তিগতভাবে সুদে ঋণগ্রহণ না করাই শ্রেয়।

কুম্ভ : জীবচন্দ্রকুজাঃ পাপার কুম্ভলগ্নের দশমে অবস্থানের ফলে সমাজের নিচুতলার লোকেদের অন্যায় আবদার রাখতে গিয়ে রাজরোষে পড়তে পারেন।

মীন : বিশাখা নক্ষত্রের নক্ষত্রাঙ্ক পূর্বে উদিত হওয়ার ফলে জাতকের অঙ্গহানির যোগ রয়েছে। হাসপাতালের চিকিৎসকের অদক্ষতায় ভোগান্তি বাড়তে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button