বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ আগের তুলনায় কমে আসায় অমর একুশে বইমেলা আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে বলে জানা গেছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ রোববার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে, ১৫ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাস চলার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি উদ্বোধনী বক্তৃতায় বলেন, যেহেতু বইমেলা দেরিতে শুরু হয়েছে, তাই বইমেলা সময় এক মাস করা যেতে পারে। অনেকে অনুরোধ করেছেন মেলার সময় বাড়িয়ে দেওয়া যায় কিনা। আমার মনে হয় বইমেলা এক মাস চলতে পারে। বাকিটা আপনারা দেখবেন কতটা করতে পারেন।
অমর একুশে বইমেলা ২০২২ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, আমরা এখনও চিঠি পাইনি। তবে শুনছি সময় বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত জানিয়েছে।