পুরনো জুতায় নতুন ট্যাগ, বাটা শোরুমকে জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মূল্য নির্ধারণ ট্যাগের ওপর স্টিকার সরিয়ে নতুন ও বাড়তি মূল্য সংযোজনের দায়ে দুই জেলায় জুতা কোম্পানি বাটার শোরুমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার বরিশাল নগরীর চকবাজার ও ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় আলাদা অভিযানে এ জরিমানা করা হয়।
বরিশাল : মূল্য নির্ধারণ ট্যাগের ওপর স্টিকার পরিবর্তন করে ১০০ টাকা দাম বাড়িয়ে পণ্য বিক্রি করায় বরিশাল নগরীর চকবাজার এলাকার জুতা কোম্পানি বাটার শোরুমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে এই অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া জানান, বাটার শো-রুম থেকে প্রবীর কুমার দাস নামে একজন ক্রেতা একটি স্যান্ডেল ক্রয় করেন। তিনি সেটি ক্রয় করেন ৯৯০ টাকায়, তবে বাসায় গিয়ে দেখতে পান মূল্য নির্ধারণ ট্যাগের ওপর দুটি স্টিকার লাগানো রয়েছে। ওপরের স্টিকারটিতে ৯৯০ টাকা মূল্য লেখা থাকলেও সেটি উঠিয়ে নিচের স্টিকারে ৮৯০ টাকা লেখা দেখতে পান। বিষয়টি তাৎক্ষনিক তিনি লিখিত আকারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় দেন। এর সূত্র ধরে বাটার শো-রুমটিতে অভিযানে গিয়ে একইরকম আরো কিছু পণ্যের মূল্য নির্ধারণ ট্যাগের ওপর স্টিকার পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করা যায়। পরে শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মির্জা ফরহাদ বেগ বিষয়টি তাদের ভুল হিসেবে শিকার করে নিলে শোরুমটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা এবং র্যাব-৮ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনী : পুরাতন জুতায় লাগানো মূল্য ট্যাগ সরিয়ে নতুন ও বাড়তি মূল্য সংযোজনের দায়ে ফেনীতে বাটা জুতার একটি শো-রুমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিকালে ফেনী শহরের ট্রাংক রোডস্থ ভোক্তা অধিকারের অভিযানে এ জরিমানা আদায় করা হয়েছে।
ফেনীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় বাটা শোরুমে অভিযান চালানো হয়েছে। এসময় দেখা যায়, পুরাতন বাটা জুতায় লাগানো মূল্যেও ট্যাগ পরিবর্তন করে বাড়তি মূল্য লিখে নতুন ট্যাগ লাগানো হয়েছে। যা ক্রেতাদের সাথে প্রতারণার শামিল। এ অপরাধে বাটা শো রুমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।