অর্থহানি ঘটবে বৃশ্চিকের, নীলা পাথর গ্রহণে সুফল আনবে কর্কটের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : স্ত্রী-পুরুষ নির্বিশেষে জাতক অকপটে মতামত প্রকাশ করার ফলে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তা দ্বারা নিগৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ : নারী-পুরুষের এ সপ্তাহটা কোনো উচ্চাভিলাষী পরিকল্পনা না করাই ভালো। কারণ চন্দ্রের নেত্রে অবস্থানের ফলে পরিকল্পনা ভেস্তে যাবে।
মিথুন : জাতক-জাতিকা শিল্পাঙ্গনে বিশেষরূপে অবদান রাখবেন। জাতকের মলিন পোশাক সমাজে ভুলের অবতারণা করবে। যাত্রা শুভ।
কর্কট : নারী-পুরুষ নির্বিশেষে কর্মক্ষেত্রে প্রকৃত উপাদানের অভাবে আপনার নিমির্ত বস্তু সমালোচনার সম্মুখীন হবে। নীলা পাথর গ্রহণে সুফল আনবে।
সিংহ : জাতক-জাতিকা নিজ নিজ উন্নতির জন্য কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির শিকার হবেন। যাত্রা শুভ।
কন্যা : জাতক এ সপ্তাহে গবাদিপশু পালনে বিশেষরূপে জড়িয়ে পড়বেন। অর্থলগ্নির বিষয়ে বৈদেশিক প্রতিষ্ঠানের আনুকূল্য পেতে পারেন।
তুলা : জাতকের প্রণয়ের ক্ষেত্রে কামদেবের শরণাপন্ন হবেন। তবে পারিবারিক ও প্রতিবেশীর অতি আগ্রহে বিড়ম্বনার শিকার হতে পারেন।
বৃশ্চিক : তৃষিত গ্রহের দশান্তদর্শার মধ্যভাগে চন্দ্রের অবস্থানের ফলে এ সপ্তাহে আপনজনের সঙ্গে বিবাদহেতু অযথা অর্থহানি ঘটবে। বিবাদ এড়িয়ে চলুন।
ধনু : জাতক নারী-পুরুষ নির্বিশেষে শত্রুতাজনিত কারণে যেকোনো সৃষ্টিশীল কাজে বাধা পাবেন। এমনকি মাছচাষ বা সবজি ফলনে বাধা আসবে।
মকর : জাতক এ সপ্তাহে নিজ বুদ্ধি ও উদারচেতা ব্যবহারের কারণে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবেন।
কুম্ভ : দশপতি মঙ্গল থেকে শুক্ল কেন্দ্রের দ্বিতীয় কোণে অবস্থানের ফলে রাষ্ট্রীয় প্রভাবশালী ব্যক্তির অবৈধ পথে অর্জিত সম্পত্তির জন্য রাজরোষে পড়বেন।
মীন : জন্মকু-লীতে শুক্ল স্বক্ষেত্রে পঞ্চমে অবস্থানের ফলে কোনো নিকটাত্মীয়ার কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ষড়যন্ত্রের শিকার হয়ে বেইজ্জতি হবেন।