হঠাৎ কেন গোপন মিটিং করলেন তারা?
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : বলিউডের ত্রিরত্ন তারা। যাত্রাটা শুরু আশির দশকে। মাঝে নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গিয়েছেন। একসময়ের প্রিয় বন্ধুরা দেখেছেন তিক্ততার মেঘ।
আবার সব খারাপ লাগা ভুলে এক হয়েছেন আমির, শাহরুখ ও সালমান। একে অপরের ছবিতে অভিনয়ও করেছেন। এগিয়ে গিয়েছেন বন্ধুর ছবির প্রচারেও।
সম্প্রতি আমির ও সালমানকে দেখা গেল কিং খানের অন্দরমহলে। সন্ধ্যের সময় শুরু হওয়া সেই আড্ডা গড়ায় রাত ৮টা পর্যন্ত। এরপরেই বিভিন্ন মহলে শোনা যাচ্ছে নানা গুঞ্জন।
কারও কারও মতে তিন খানেরই শেষ ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। নিজেদের ক্যারিয়ার নিয়েই নাকি আলোচনায় বসেছিলেন তারা। আবার কারও মত হয়তো অদূর ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে চলেছেন তিন খান।