নওগাঁয় ট্রাকচাপায় চার শিক্ষকসহ ৫ জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নওগাঁয় ট্রাকচাপায় চার শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

শুক্রবার (২৪ জুন) সকালে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলি এলাকার বলিহার কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই সিনএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পোল্টির খাবারবোঝাই ট্রাকটি একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন শিক্ষক মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।

স্থানীয় ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব আলম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন শিক্ষক। তারা প্রশিক্ষণের জন্য রাজশাহী যাচ্ছিলেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button