কষ্টার্জিত অর্থ বেহাত হতে পারে মীনের, অর্থপ্রাপ্তির যোগ সিংহের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: জন্মলগ্নে কেতুর প্রভাবে জাতকের শারীরিক লক্ষণ বিঘ্নিত হওয়ায় ভবিষ্যতে কুচক্রে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেবে। ফলে প্রচুর ধৈর্যের সঙ্গে লালনের প্রয়োজন।

বৃষ: অষ্টমপতিগ্রহ জাতকের লগ্নে অবস্থান করায় আত্মীয়ের দ্বারা সন্তাপ ভোগ করবেন। অচিরেই কোনো প্রবীণ পারিবারিক সদস্যের সাহায্য পাবেন।

মিথুন: নীতির রাজা রাজনীতি। নীতিবহির্ভূত কার্যকলাপে জড়াবেন না। নীতিবিবর্জিত কাজে জড়ালে জনগণ ও প্রশাসন দ্বারা হেনস্তা হতে পারেন।

কর্কট: শিল্প-সংস্কৃতিতে অবদান রাখার সঠিক সময়। ঋতুরাজ বসন্তের আগমনে চন্দ্রগ্রহের অবস্থানের ফলে জাতক সমাজে প্রভূত সম্মান পাবেন।

সিংহ: অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো বনজ ঔষধি রপ্তানিতে লক্ষ্মীর কৃপায় লাভবান হবেন। তবে অধিক লাভের আশায় ভেজাল মেশাবেন না।

কন্যা: অনূঢ়া ষোড়শীর অপেক্ষার পালা শেষ হবে। প্রজাপতির কৃপায় কন্যাদায়গ্রস্ত পিতা পরিত্রাণ পাবেন। তবে কোনো অসম বিবাহ না করাই ভালো।

তুলা: প্রশাসনিক কাজে জড়িতদের প্রচ- রূপে মনোযোগী হওয়ার প্রয়োজন। না হলে জাল সার্টিফিকেট সংক্রান্ত ভুলের মাশুল গুনতে হতে পারে।

বৃশ্চিক: সামনে অশনিসংকেত। শনিগ্রহের কেতুর সংযোগের ফলে আপনার ব্যবসার ভরাডুবি হওয়ার সম্ভাবনা। এ সপ্তাহে টাকা লেনদেন করবেন না।

ধনু: পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ গ্রহণ করলে বিপদ। ব্যবসায় সিদ্ধান্ত নিজে নেওয়াই ভালো। কারণ আধুনিক মার্কেটিং আপনার দখলে।

মকর: শীর্ষে অবস্থান জাতকের সহজাত ব্যাপার। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আপনার ক্ষতি করতে পারে। এ সপ্তাহে বড় ব্যবসায়ে জড়িয়ে না পড়াই বিচক্ষণ।

কুম্ভ: স্বপ্ন থেকে বেরিয়ে আসুন। আবেগের তাড়নায় কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ের প্রলোভনে জড়াবেন না। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

মীন: আদিরসের নেশায় আপনার কষ্টার্জিত অর্থ বেহাত হতে পারে। দুষ্টলোকের মিষ্টি কথায় ভুলবেন না। বামাস্বরে আকৃষ্ট হয়ে অযথা কলহে জড়াবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button