ইউরোপে চরম তাপপ্রবাহ, যুক্তরাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : চরম তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় প্রথমবারের মতো ‘রেড এলার্ট’ জারির পর এ ঘোষণা দেওয়া হয়েছে।
দক্ষিণ পশ্চিম ইউরোপের দেশগুলোতে শুক্রবার টানা ৫ দিনের মত চরম তাপপ্রবাহ অব্যাহত ছিল। কোথাও কোথাও দাবানল সৃষ্টি হয়েছে।
ফ্রান্স, পর্তুগাল আর স্পেনে দাবানল মোকাবিলায় হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। আগামী দিনগুলোতে ‘চরম তাপপ্রবাহের’ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ কর্তৃপক্ষকে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন।
পর্তুগালের পাঁচটি এলাকায় জুলাই মাসে তাপমাত্রা ছিল রেকর্ড ৪৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার উত্তর ও মধ্যাঞ্চলের এলাকাগুলোতে রেড এলার্ট জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় দাবানল নেভাবে দুই হাজার দমকলকর্মী কাজ করে যাচ্ছে।
শুক্রবার আগুন নেভাতে গিয়ে ব্রাগাঙ্কা অঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চালক। এ পর্যন্ত দাবানলে একজন নিহত ৬০ জন আহত হয়েছে এবং নয়শ’ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
স্পেনে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। মালাগার কয়েকটি এলাকায় দাবানল দেখা গেছে। ২৩শ’ মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে শুক্রবার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।
ব্রিটেনের আবহাওয়া অধিদপ্তর ‘চরম তাপপ্রবাহের ‘ কারণে ‘রেড’ ওয়ার্নিং জারি করেছে। সোম এবং মঙ্গলবার সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে তারা। ২০১৯ সালে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
যুক্তরাজ্যের হাসপাতালগুলোকে তাপজনিত অসুস্থতায় রোগী ভর্তির জন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ট্রেনগুলো আগে থেকেই জানিয়ে দিয়েছে, অনেক যাত্রা বাতিল হতে পারে।
আয়ারল্যান্ডের ‘ওয়ার্ম ওয়েদার’ সতর্কতা জারি করা হয়েছে। রোববার থেকে মঙ্গলবার চরম আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে তারা। আগামী সপ্তাহে বেলজিয়ামেও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।