শ্রীপুর থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে র্যাব-১
গাজীপুর কণ্ঠ : শ্রীপুরের জৈনা বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে আটক করেছে র্যাব-১।
মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকরা হলো- শ্রীপুর উপজেলার গলদাপাড়া এলাকার মানছারুল ইসলাম তামিম (২৫), একই এলাকার মোঃ মোস্তফা কামাল (২৮), নাজমুল হাসান (৩৫), নুরুল আমিন (৩০) ও শাহারিয়ার কাজল (৩৯)।
র্যাব-১ র পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদে জানা যায় জৈনাবাজার এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ডাকাত দলের ওই ৫ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে দুইটি রাম-দা, একটি ছুরি, একটি পাইপ গান, পাইপ গানের ৫ টি বুলেট, একটি মোটর সাইকেল, নগদ একত্রিশ হাজার সাতশত আশি টাকা উদ্ধার করা হয়।
আব্দুল্লাহ আল-মামুন আরো জানান, ধৃত আসামীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ডাকাতি করে আসছিল।