ছয় ই-কমার্স কোম্পানির অনুমোদন বাতিল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসায় যুক্ত থাকার দায়ে দেশের ছয়টি ই-কমার্স প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রতিষ্ঠানগুলো হলো- থলে ডটকম, গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড, অ্যানেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড, এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রোফুড অ্যান্ড কনজুমার লি, আলিফ ওয়ার্ল্ড ও গ্রিনবাংলা ই-কমার্স লিমিটেড।
বৃহস্পতিবার (২৮ জুলাই) এগুলোর অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক ও কেন্দ্রীয় ই-কমার্স সেলের প্রধান মো. হাফিজুর রহমান জানান, ই-কমার্স বিধি অনুযায়ী কোনো কোম্পানি বহুস্তরভিত্তিক এমএলএম ব্যবসায় যুক্ত থাকতে পারবে না। আলোচ্য ছয় কোম্পানির বিরুদ্ধে এমএলএম ব্যবসার অভিযোগ ছিল। সে কারণে তাদের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সিদ্ধান্ত অনুযায়ী এখন সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ওয়েবসাইটসহ অনলাইনে তাদের বাণিজ্য সুবিধা বন্ধ করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসিকে) চিঠি দেওয়া হবে।
সূত্র জানান, অনুমোদন বাতিল হওয়া কোম্পানিগুলোর মধ্যে থলে ডটকম কর্তৃপক্ষের বিরুদ্ধে কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে গ্রাহকদের। টাকা নিয়েও গ্রাহকদের পণ্য না দেওয়ার কারণে দেশের যে ২৪টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে তার মধ্যে থলে ডটকম একটি। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিষ্ঠানটি ৪৩৩ জন গ্রাহককে ৩২ লাখ ২৫ হাজার ১৯৮ টাকা ফেরতও দিয়েছে। অর্থ ফেরত দেওয়ার সময় থলে ডটকমের সিইও সাকিব উদ্দিন চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে সব গ্রাহকের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, তাদের সাড়ে ৪ কোটি টাকা দেনা রয়েছে। এর মধ্যে ‘পেমেন্ট গেটওয়ে’র কাছে আটকে আছে ১ কোটি টাকা।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন